বিএনএ, চট্টগ্রাম:চন্দনাইশে গৃহবধূ অনন্যা ব ড়ুয়া আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বামী রাসেল বড়ুয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১ফেব্রয়ারী) চন্দনাইশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইখতিয়ার জানান, অনন্যা বড়ুয়ার স্বামী মামলার মূল আসামি রাসেল বড়ুয়াকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,বরকল ইউনিয়নের কানাইমাদারী বড়ুয়া পাড়ার রাসেল বড়ুয়ার স্ত্রী অনন্যা বড়ুয়ার মরদেহ রোববার (২৮ জানুয়ারি) সকালে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ।
এ ব্যাপারে অনন্যা বড়ুয়ার পিতা বিপ্লব বড়ুয়া রোববার রাতেই আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মেয়ের স্বামী রাসেল বড়ুয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বিএনএনিউজ/রেহানা