বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র্যাগিং নিয়ে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাগিং/ বুলিং সামাজিক শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়। ববির আইন অনুযায়ী র্যাগীং/ বুলিং সম্পূরূপে নিষিদ্ধ। যদি কোনো শিক্ষার্থী র্যাগিং/ বুলিং এর শিকার হয় তাহলে প্রাথমিকভাবে বিভাগীয় প্রধান বিভাগের ছাত্র উপদেষ্টার শরণাপন্ন হবে। এতে সমাধান না হলে ছাত্রউপদেষ্টার মাধ্যমে প্রক্টর বা ছাত্র নির্দেশনা ও পরিচালকের অফিসে অভিযোগ করার কথা বলা হয়েছে। র্যাগিং প্রমাণিত হলে সংশ্লিষ্টকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।
এই বিষয়ে ববি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলমের কাছে জানতে চাইলে জানান, আমরা দেখেছি নবীন শিক্ষার্থীরা আসলে র্যাগিংয়ের এর প্রবনতা দেখা যায় এই বিষয়ে আমরা সর্বোচ্চ সর্তক রয়েছি। ইতিমধ্যে আমরা নোটিশ দিয়েছি র্যাগিংয় এর বিষয়ে। র্যাগিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি আমরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, আমরা র্যাগিংয়ের এর ব্যাপারে তৎপর রয়েছি। আমি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি র্যাগিয়ের এর ব্যাপারে কোন ছাড় নেই। নবীন শিক্ষার্থীরা যেন নির্ভিগ্নে মনোরম শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা সবাই সচেতন।
বিএনএ/ রবিউল, এমএফ