বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের স্বনামধন্য প্রকাশনা সংস্থা গলুই প্রকাশন আয়োজিত লেখক সম্মিলন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ফেব্রুুয়ারি) । নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির ছায়ানীড় কমপ্লেক্সে সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সম্মিলন অনুষ্ঠিত হবে। সম্মিলনের উদ্বোধন করবেন লেখক ও চিকিৎসক ডা. মীর মুহাম্মদ শফিউল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কবি ও কথাশিল্পী প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। সম্মিলনে থাকছে নবীন লেখকদের অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক পর্ব, বই বিপননে লেখক-প্রকাশকের ভূমিকাসহ দেশের বিশিষ্ট লেখক-কবি-সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকদের মনোমুগ্ধকর আলোচনা।
নবীন-প্রবীণ লেখক ও পাঠকদের যথাসময়ে উপস্থিত হয়ে সম্মিলনকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন গলুই প্রকাশনের কর্ণধার কাজী সাইফুল হক।
বিএনএ/ ওজি