33 C
আবহাওয়া
৩:১৪ অপরাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ট্রেনের ধাক্কায় বাউবি’র সাবেক ডিন নিহত

ট্রেনের ধাক্কায় বাউবি’র সাবেক ডিন নিহত

ট্রেনের ধাক্কায় বাউবি'র সাবেক ডিন নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদ (৬৯) নিহত হয়েছেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যানও ছিলেন।

বুধবার(১ ফেব্রুুয়ারী) সকালে দিকে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

।তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার রেলগেটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আব্দুর রশীদ।  ঘটনার সময় তিনি ওই এলাকায় বাজার করতে গিয়েছিলেন। ঘটনার পর মরদেহের পাশে ব্যাগ ভর্তি কাঁচা তরকারি পাওয়া গেছে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার ‍মৃত্যু হয়েছে।

নিহতের আত্মীয় স্বজন জানিয়েছেন, আব্দুর রশীদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন।এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যানও ছিলেন।

নিহতের বাড়ী পাবনার সাথিয়া উপজেলায়। নিহতের পরিবারের স্ত্রী, ছেলে ও মেয়েরা কানাডায় থাকেন। তিনি উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় থাকতেন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ