32 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » আবারও ‘নোংরা’ মন্তব্যের শিকার শ্রাবন্তী

আবারও ‘নোংরা’ মন্তব্যের শিকার শ্রাবন্তী

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: কাঠের মেঝেতে পাতা যোগাসনের ম্যাট। তাতে বসে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। যা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘মজা শুরু করা যাক।’

সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনরা বিষয়টিকে ভালোভোবে গ্রহণ করেননি। বরং রীতিমতো কটাক্ষ করেছেন শ্রাবন্তীকে। বিশেষ করে তার বসার ভঙ্গিমার কারণে নোংরা ভাষায় মন্তব্য করছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘এমন ড্রাই হেয়ার ও ঠোঁটে লিপস্টিক দিয়ে কে জিমে আসে!’ আরেকজন লিখেছেন, ‘বুড়ি! বুড়ি!’ আরেকজন লিখেছেন, ‘আপনি মজা বলতে কি বলতে চেয়েছেন!’ তবে অধিকাংশ মন্তব্য এমন শব্দ চয়নে করা হয়েছে যা প্রকাশের অযোগ্য। কিন্তু এসব বিষয় মোটেও পাত্তা দেন না শ্রাবন্তী। এবারো তার ব্যত্যয় ঘটেনি।

শ্রাবন্তী এখন তার শরীর নিয়ে যথেষ্ট সচেতন। প্রায়ই তাকে তার শরীর চর্চার ভিডিও পোস্ট করতে দেখা যায়। শ্রাবন্তী যে জিমে যান সেখানে টলিউডের একাধিক তারকাও প্রায়ই শরীরচর্চা করেন। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, এই জিমের ফিটনেস কোচের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ