বিএনএ,ঢাকা : রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ এলাকায় বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে মো. জিসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মা জরিনা বেগম বলেন, আমি ফরিদাবাদ এলাকার বৈশাখী হাউসিংয়ের একটি ফ্ল্যাটে কাজ করি। ওই বাসায় জিসান সাততলা ছাদে ঘুড়ি ওড়াতে যায়। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রামে। বর্তমানে ফরিদাবাদে একটি টিনশেড বাসায় ভাড়া থাকি। আমার আরও দুই মেয়ে রয়েছে। জিসান ছিল সবার ছোট।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম