26 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএল নিলাম তালিকায় বাংলাদেশের যারা

আইপিএল নিলাম তালিকায় বাংলাদেশের যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)

সর্বশেষ বাংলা নিউজ আপডেট পেতে আমাদের গুগল নিউজের ফলোয়ার হোন। 

১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর নিলামের তালিকায় বাংলাদেশের যে ৫জনের নাম রয়েছে : তারা হলেন- সাকিব আল হাসান (২ কোটি রুপি), মোস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), লিটন দাস (৫০ লাখ রুপি), তাসকিন আহমেদ (৫০ লাখ রুপি), শরিফুল ইসলাম (৫০ লাখ রুপি ভিত্তিমূল্য)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর নিলামে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর নিলামে

দৈনিক হিন্দুস্তান টাইমস জানায়, ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে  এই নিলাম শুরু হবে।

তালিকায় রয়েছে অন্যান্য যে সব দেশের খেলোয়াড়ের নাম:

১. ভারতের ৩৭০ জন।
২. বাংলাদেশের ৫ জন।
৩. ইংল্যান্ডের ২৪ জন।
৪. অস্ট্রেলিয়ার ৪৭ জন।
৫. নিউজিল্যান্ডের ২৪ জন।
৬. দক্ষিণ আফ্রিকার ৩৩ জন।
৭. শ্রীলংকার ২৩ জন।
৮. ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন।
৯. আফগানিস্তানের ১৭ জন।
১০. জিম্বাবুয়ের ১ জন।
১১. আয়ারল্যান্ডের ৫ জন।
১২. নামিবিয়ার ৩ জন।
১৩. নেপালের ১ জন।
১৪. স্কটল্যান্ডের ২ জন।
১৫. আমেরিকার ১ জন।

বিএনএ নিউজ ২৪, জিএন

নিউজটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া বাটনে ক্লিক করুন

Loading


শিরোনাম বিএনএ