বিএনএ, চট্টগ্রাম : মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাহমুদুল্লাহ ও তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান থামে ঢাকা।
আন্দ্রে রাসেল, এবাদত হোসেন, কায়েস আহমেদ ও রুবেল হোসেনের ঝড়ো বোলিংয়ে ১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৩১ রানে গুটিয়ে যায় কুমিল্লা। ফলে ৫০ রানে কুমিল্লাকে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে ঢাকা। ব্যাটিং ব্যর্থতায় আসরে প্রথম বারের মতো হারার স্বাদ পায় কুমিল্লা। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ।
আগে ব্যাট করতে নেমে ১.৬ ওভারে প্রথম উইকেট হারায় মিনিস্টার গ্রুপ ঢাকা। দলীয় ৭ রানে মুস্তাফিজুর রহমানের এলবিডব্লিউর ফাঁেদ পড়েন মোহাম্মদ শাহজাদ। ৫ বলে ১ বাউন্ডারিতে ৬ রান করেন শাজাদ। স্কোর ৭/১।
৭.২ ওভারে করিম জান্নাতের বলে বোল্ড আউট হন ইমরানুজ্জামান। ১৪ বলে ২ বাউন্ডারিতে ১৫ রান নিয়েছেন ইমরান। ২ উইকেটে রান ৫৫।
১০.৫ ওভারে তানভীর ইসলামের বলে করিম জান্নাতের বলে ক্যাচে পরিণত হন তামিম ইকবাল। ৩৫ বলে ২ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৪৬ রান করেছেন তামিম। ৩ উইকেটে রান ৮৫।
১৩.৫ ওভারে শহিদুল ইসলামের বলে করিম জান্নাতের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেন শুভাগত হোম চৌধুরী। ৮ বলে ১ বাউন্ডারিতে ৯ রান তুলেন শুভাগত। ৪ উইকেটে রান ১১০।
১৫.৬ ওভারে তানভীর ইসলামের বোল্ড আউট হন আন্দ্রে রাসেল। ৭ বলে ১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১১ রান করেন রাসেল। ৫ উইকেটে রান ১৩০।
১৮.৫ ওভারে রান আউট হন মোহাম্মদ নাঈম। ৯ বলে ১ বাউন্ডারিতে ১০ রান করেন নাঈম। ৬ উইকেটে রান ১৬০।
৪১ বলে ৩ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৭০ রানে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ এবং ৩ বলে ২ রানে মাশরাফি বিন মুর্তজা অপরাজিত ছিলেন।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ঢাকা।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ০.৩ ওভারে রুবেল হোসেনের বলে ইমরানুজ্জামানের ক্যাচে পরিণত হন কুমিল্লার ওপেনার লিটন দাস। ৩ বলের ব্যবধানে রানের খাতা না খোলে লিটনের বিদায়ে দলের স্কোর ০/১।
২.৫ ওভারে রান আউট হন ফাফ ডু প্লেসিস। ৭ বলে ১ বাউন্ডারিতে ৮ রান নিয়েছেন প্লেসিস। ২ উইকেটে রান ১২।
১০.১ ওভারে আন্দ্রে রাসেলের বলে বোল্ড আউট হন ইমরুল কায়েস। ২৩ বলে ২ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ২৮ রান নেন কায়েস। ৩ উইকেটে রান ৮২।
১০.৬ ওভারে আন্দ্রে রাসেলের বলে বোল্ড আউট হন মাহমুদুল হাসান জয়। ৩০ বলে ৮ বাউণ্ডারিতে ৪৬ রান করেছেন মাহমুদুল। ৪ উইকেটে রান ৮৫।
১১.৬ ওভারে রান আউট হন ডেলপোর্ট ক্যামেরন। ৭ বলে ৩ রান করেন ক্যামেরন। ৫ উইকেটে রান ৮৭।
১৪.৬ ওভারে এবাদত হোসেনের (আমিনুল ইসলাম) বলে সাব ক্যাচ হন করিম জান্নাত। ১১ বলে ২ বাউন্ডারিতে ১৭ রান নিয়েছেন করিম। ৬ উইকেটে রান ১১৫।
১৫.১ ওভারে কায়েস আহমেদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আরিফুল হক। ১০ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেন আরিফুল। ৭ উইকেটে রান ১১৫।
১৫.৩ ওভারে কায়েস আহমেদের বলে আন্দ্রে রাসেলের গ্লাভসবন্দি হন নাহিদুল ইসলাম। ব্যক্তিগত ১ বলে ০ রানে আউট হন নাহিদুল। ৮ উইকেটে রান ১১৬।
১৬.৩ ওভারে এবাদত হোসেনের বলে বোল্ড আউট হন শহিদুল ইসলাম। ২ বলে ১ রান করেছেন শহিদুল। ৯ উইকেটে রান ১২৪।
১৭.৩ ওভারে আন্দ্রে রাসেলের বলে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত হন মুস্তাফিজুর রহমান। ৪ বলে ১ রান নিয়েছেন মুস্তাফিজ। ১০ উইকেটে রান ১৩১।
৭ বলে ১ ওভার বাউন্ডারিতে ১০ রানে অপরাজিত ছিলেন তানভীর ইসলাম। ঢাকার পক্ষে আন্দ্রে রাসেল ৩, এবাদত হোসেন ও কায়েস আহমেদ ২ করে ও রুবেল হোসেন ১ উইকেট পেয়েছেন। কুমিল্লার পক্ষে তানভীর ইসলাম ২, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও করিম জান্নাত ১ করে উইকেট পেয়েছেন।
বিএনএনিউজ২৪.কম/এনএএম