36 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - মে ৮, ২০২৫
Bnanews24.com
Home » গোটা নির্বাচন ব্যবস্থাকে দোষারোপ করা অযৌক্তিক:ওবায়দুল কাদের

গোটা নির্বাচন ব্যবস্থাকে দোষারোপ করা অযৌক্তিক:ওবায়দুল কাদের

‘লীগ’ বা ‘আওয়ামী’ শব্দ জুড়ে আ. লীগে যুক্ত হওয়ার সুযোগ নেই : কাদের

বিএনএ,ঢাকা:প্রজাতন্ত্রের কোনো ব্যক্তিই অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।যে কোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের (দুদক)আছে বলেও জানান তিনি।

সোমবার(১ ফেব্রুয়ারি)সচিবালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন,কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার অনিয়ম দুদক তদন্ত করতে পারে কিন্তু এনিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দোষারোপ করা অপ্রত্যাশিত ও অযৌক্তিক।যারা মনে করেন নির্বাচন কমিশনের কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে,নির্বাচন নিয়ে অতীতের অভিজ্ঞতা তাদের অভিযোগ প্রমাণ করে না।

ওবায়দুল কাদের আরও বলেন,দেশের ৪২ জন বিশিষ্ট ব্যক্তি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে যে অভিযোগপত্র দিয়েছিলেন।বিজ্ঞজনদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি অযৌক্তিক।এমন দাবির মানে রাষ্ট্রপতিকে বিব্রত করা।নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী অনিয়মের বিষয়ে তদন্ত করতে পারে।

তিনি বলেন,স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তা দলের শৃঙ্খলা লঙ্ঘন বলে ধরে নেয়া হবে।যারা দলের সিদ্ধান্ত মানবেন তাদের ভবিষ্যতে বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।পাশাপাশি যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তারা ভবিষ্যতে মনোনয়নতো পাবেনই না, উপরন্তু দলের কোনো সম্মানজনক পদও পাবে না।এসব নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কঠোর।

দলের বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে, তা আভ্যন্তরীণ ফোরামে আলোচনা করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,দলীয় ফোরামের বাইরে গিয়ে কোনো ধরনের বক্তব্য, বিবৃতি শৃঙ্খলাবিরোধী কাজ হিসেবে বিবেচিত হবে।দলের ইমেজ নষ্ট হয় এমন বক্তব্য থেকে বিরত থাকতে হবে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা এবং ঐক্যের বিষয়ে অধিকতর কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ