17 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিএনএ, ঢাকা : দেশের সব স্বাস্থ্যকর্মীর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত  ছুটি বাতিল করা হয়েছে। সোমবার(১ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর স্বাস্থ্য ভবনে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদএ কথা জানান।এ সময় জরুরি কাজ ছাড়া  নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য সব স্বাস্থ্যকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, শুক্রবার ছুটির দিনে কাউকে টিকা দেওয়া হবে না । সারা দেশের ৬৩ জেলায় টিকা পৌঁছে গেছে।  গাজীপুর, নারায়ণগঞ্জে আজ (সোমবার) টিকা পৌঁছে যাবে।

 

টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, যারা টিকা নিয়েছেন তাদের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। জ্বর, টিকা দেওয়ার স্থানে ফুলে গেছে, কেউ বমি করেছে তবে সবাই ১ দিনের পরই সুস্থ হয়ে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ