29 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লিউএইচও

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লিউএইচও

ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লিউএইচও

বিএনএ,ঢাকা: ফাইজার ও বায়োএনটেকের করোনা ভাইরাসের ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।প্রথম কোনো ভ্যাকসিন অনুমোদন দিলো সংস্থাটি।ফলে দেশগুলোর জন্য এই ভ্যাকসিন আমদানি করা ও বিতরণ করার পথ সহজ হলো।

এক বিজ্ঞপ্তিতে ডব্লিউএইচও জানায়,নিরাপত্তা ও কার্যকারিতার সব শর্ত পূরণ করেছে ভ্যাকসিনটি।ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা, কার্যকারিতা ও গুণমান নিজেদের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়েছেন বলেও জানায় সংস্থাটি।সেখানে ঝুঁকির বিরুদ্ধে সুবিধার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।করোনা ভাইরাস মোকাবেলায় এই ভ্যাকসিনের সুবিধাগুলি ঝুঁকির থেকে বেশি বলে জানায় তারা।

ওষুধ নিশ্চিতকরণে ডব্লিউএইচওর কর্মকর্তা মারিয়ানগেলা সিমাও বলেন,করোনা ভাইরাসের ভ্যাকসিন সারাবিশ্বে সহজলভ্যতা নিশ্চিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।যথেষ্ট ভ্যাকসিন সরবরাহের জন্য বিশ্ব প্রচেষ্টা অব্যাহত রাখলে সব জায়গায় জনগণের প্রয়োজনের ভিত্তিতে তা সরবরাহ করা যাবে।

যুক্তরাষ্ট্র ও জার্মানির তৈরি এই ভ্যাকসিনটির গত ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এর প্রয়োগ শুরু হয়।যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে ২ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেয়ার লক্ষ্য থাকলেও মাত্র ২৮ লাখকে দেয়া হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ