Bnanews24.com
করোনাভাইরাস বিশ্ব সব খবর

একদিনে ব্রিটেনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু

বিশ্বডেস্ক : ব্রিটেনে নতুন করে একদিনেই করোনায় আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন।

এদিন করোনায় মারা গেছে ৯৬৪ জন। করোনায় যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৫১২ জন।

খবরে বলা হচ্ছে, গত এক সপ্তাহে যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪.৩ শতাংশ। গত কয়েকদিনে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। দেশটিতে নতুন করোনাভাইরাসের দুটি রূপ দেখা গেছে। যেগুলো প্রকৃত করোনাভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

বিএনএনিউজ/ এইচ.এম।