bnanews24.com
আবহাওয়া অধিদপ্তর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিএনএ, ঢাকা : মৌসুমী বায়ুর প্রভাবে ঝড়ো হাওয়ার সম্ভাবনার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেকে আবহাওয়া অফিস। এছাড়া নদীবন্দরগুলোর জন্য দেয়া হয়েছে এক নম্বর সতর্ক সংকেত।

রোববার (১৯জুলাই) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

-জেবি/ এইচ.এম।

আরও পড়ুন

বিচারের জন্য প্রস্তুত আবরার হত্যা মামলা

Jishan Islam

বগলের নিচের উৎকট গন্ধ নিয়ে বিএনপি নাকে গন্ধ খুঁজছে-তথ্যমন্ত্রী

bnanews24

বরগুনার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ সদর দপ্তর

Osman Goni