16 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বছরের প্রথম দিন থেকে হোয়াটস অ্যাপ বন্ধ!

বছরের প্রথম দিন থেকে হোয়াটস অ্যাপ বন্ধ!

হোয়াটস অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০২১ সালের ১ জানুয়ারি থেকে বেশ কিছু স্মার্টফোনে অচল হয়ে যাবে হোয়াটস অ্যাপ। ইতিমধ্যে এই সমস্ত হ্যান্ডসেটের একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এই তালিকায় অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ই রয়েছে। হোয়াটসঅ্যাপ আইওএস 9 এবং অ্যান্ড্রয়েড 4.0.3 অপারেটিং সিস্টেমে আর স্মার্টফোনে কাজ করবে না।

হোয়াটসঅ্যাপ পুরনো কিছু অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে চলবে না। এর পাশাপাশি কিছু আইফোনও রয়েছে। এছাড়া আইফোনে iOS 9 এবং ওর উপরের ভার্সনে সাপোর্ট করবে হোয়াটসঅ্যাপ।

আইফোনের এই মডেলগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ iPhone 4 বা তার চেয়ে পুরনো মডেলে কাজ করবে না। iPhone 6S অপারেটিং সিস্টেম iOS 9 দিয়ে আপডেট করতে হবে। এই অ্যান্ড্রয়েড ফোনেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। এর বাইরে দশ বছর বা তার চেয়ে বেশি পুরনো অপারেটিং সিস্টেমেও কাজ করবে না জনপ্রিয় এই অ্যাপসটি।

সেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন যা Android 4.0.3 অপারেটিং সিস্টেমে কাজ করে না, তাদের মধ্যেও হোয়াটসঅ্যাপ কাজ করবে না। তাদের মধ্যে রয়েছে HTC Desire, Motorola Droid Razr, Samsung Galaxy S2 এর মতো মডেল স্মার্টফোনগুলি। এই তালিকায় আরও বেশ কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকবে, যা কোম্পানির পক্ষ থেকে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ