28 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে নালায় পড়ে এবার মাদ্রাসাছাত্র নিখোঁজ

চট্টগ্রামে নালায় পড়ে এবার মাদ্রাসাছাত্র নিখোঁজ

চট্টগ্রামে নালায় পড়ে এবার মাদ্রাসাছাত্র নিখোঁজ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে এবার নালায় পড়ে আলিফ হোসেন (১০) নামে আজিজিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ রয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে নগরের বাকলিয়া সৈয়দ শাহ এলাকায় মাদ্রাসা ভবনের ছাদে ওঠার পর নালার পানিতে পড়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী।

আরও পড়ুন: তিন মাস পর উন্মুক্ত হচ্ছে সুন্দরবনের দ্বার

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬ টা থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আগ্রাবাদ থেকে ডুবুরি দল এসেছে। সিটি করপোরেশনের লোকজন এসেছে। আবর্জনা পরিষ্কার করছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও খোঁজ মেলেনি আলিফের।

তিনি আরও বলেন, নালায় এক বুক পানি। তবে কর্কশিটসহ আবর্জনায় ভর্তি। তারপরও আমরা চেষ্টার ত্রুটি করছি না। নিখোঁজ ছাত্রের সন্ধানে আমাদের টিম কাজ করছে।

উল্লেখ, রোববার (২৭ আগস্ট) নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়। সার্ভিসের ডুবুরি দল ১৭ ঘণ্টা পর সোমবার (২৮ আগস্ট) ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-১৯৩ (ঢাকা-২০)

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 1729 


শিরোনাম বিএনএ