15 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ফের কমলো জ্বালানি তেলের দাম

ফের কমলো জ্বালানি তেলের দাম


বিএনএ, ঢাকা: ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ডিজেলের দাম লিটার প্রতি ১০৮.২৫ টাকা থেকে ২.২৫ টাকা কমিয়ে করে ১০৬ টাকা ও কেরোসিন ১০৮.২৫ টাকা হতে ২.২৫ টাকা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৩১ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল থেকে নতুন এ দর কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এর আগে, গত গত ৭ মার্চ  ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা, অকটেনে চার টাকা এবং পেট্রলে তিন টাকা কমানো হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত হিসেবে সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালুর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমবে, আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ