23 C
আবহাওয়া
১:২৫ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » ‘ঢাবিতে ‘হিজাব-নিকাব পরার স্বাধীনতা’ নিশ্চিতের দাবি’

‘ঢাবিতে ‘হিজাব-নিকাব পরার স্বাধীনতা’ নিশ্চিতের দাবি’

'ঢাবিতে ‘হিজাব-নিকাব পরার স্বাধীনতা’ নিশ্চিতের দাবি'

বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হিজাব-নিকাব পরার স্বাধীনতা’ নিশ্চিত করার দাবি জানিয়েছে  শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। ‘প্রোটেস্ট সেল অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিইউ’ নামের প্ল্যাটফর্মটি এ দাবি জানায়।

বৃহস্পতিবার (৩‌১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী তাসফিহা তাহসিন।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘দুই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজাবোফোবিয়া নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে অনেক শিক্ষার্থী জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব-নিকাব পরার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সহপাঠী, সিনিয়র-জুনিয়র, কর্মকর্তা-কর্মচারী এমনকি শ্রেণিকক্ষে শিক্ষকদের কেউ কেউ হিজাব ও নিকাব পরা ছাত্রীর প্রতি বিরূপ আচরণ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জরিপে একটি প্রশ্ন ছিল, হিজাব-নিকাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা হলে আপনি কোনো বৈষম্যের সম্মুখীন হয়েছেন কি না। জরিপে অংশ নেওয়া ২২১ জন ছাত্রীর মধ্যে ‘হ্যাঁ’ বলেছেন ৭৩ জন, ‘না’ বলেছেন ১৪৮ জন। আরেকটি প্রশ্ন ছিল, হিজাব-নিকাবের কারণে কোনো শিক্ষক, কর্মচারী বা সহপাঠীর বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন কি না। এর উত্তরে ‘না’ বলেছেন ১৪১ জন ও ‘হ্যাঁ’ বলেছেন ৮০ জন।

হিজাব-নিকাব নিয়ে ‘বিদ্বেষমূলক আচরণ বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিরো টলারেন্স নীতি অনুসরণ ও ক্যাম্পাসে ছাত্রীদের নামাজের জায়গার সংকট নিরসনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন ছাত্রী উপস্থিত ছিলেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ