28 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ২২ জনের

২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ২২ জনের

২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ২২ জনের

বিএনএ,ঢাকা: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে পুরুষ ১৬ এবং নারী ৬ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১১ জন রয়েছেন।এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন, সিলেটে একজন এবং ময়মনসিংহ দুইজন রয়েছেন।।এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন সাত হাজার ৫৩১ জন।মোট মৃতের মধ্যে পুরুষ পাচঁ হাজার ৭৩৩ জন (৭৬ দশমিক ১৩ শতাংশ) ও নারী এক হাজার ৭৯৮ জন (২৩ দশমিক ৮৭ শতাংশ)।

বুধবার(৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৩৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনে।২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫০৭ জন।এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা চার লাখ ৫৬ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৮০টি পরীক্ষাগারে ১৫ হাজার ৪০৮টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়।ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ১৪ হাজার ৩৪৪টি।নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ।রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ বলেঅ জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ