বিএনএ, চট্টগ্রাম : সাগরে নিখোঁজ হওয়ার তিনদিন পর নেজাম উদ্দিন(১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০ টার দিকে কুতুবদিয়া চ্যানেলে ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। নিহত নেজাম বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ রেজাউল করিম বলেন, বুধবার দুপুরে তার নৌকাটি জোয়ারের পানিতে ভেসে যায়।ওই নৌকাটি খোঁজতে গিয়ে তিনি নিজেই সাগরে নিখোঁজ হয়। বাঁশখালী ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি টিম তাকে উদ্ধার অভিযান চালিয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টার দিকে নেজামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেছে। জুমার নামাযের পর স্থানীয় জামে মসজিদ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয় বলে তিনি জানান।
বিএনএনিউজ২৪/আমিন
Total Viewed and Shared : 15