34 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - জুন ২, ২০২৪
Bnanews24.com
Home » লঘুচাপ নিম্নচাপে পরিণত:ভারী বর্ষণের সম্ভাবনা

লঘুচাপ নিম্নচাপে পরিণত:ভারী বর্ষণের সম্ভাবনা

বঙ্গোপসাগরে

বিএনএ ডেস্ক :বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে স্থল নিন্মচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও এর কাছাকাছি ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় স্থলভাগে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।। এ সময় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ