27 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার

কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার

কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এ সময় রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্সবাজার টু নওগাঁগামী (ঢাকা মেট্রো ব ১৫-৭০৪২) বাসে তল্লাশি চালিয়ে এ প্রাণী দুটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক রাসেল চৌধুরী প্রকাশ সজল ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।

পুলিশ সুত্র জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে পুলিশের একটি দল মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আটক আসামির হেফাজতে থাকা দুটি বিলুপ্ত শ্রেণির চশমা হনুমানের বাচ্চা উদ্ধার হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, গতরাতে দুটি হনুমানের বাচ্চা উদ্ধার ও গাড়ির সুপারভাইজারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ