বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার বিকালে (২৯ মার্চ) শহরের লালদীঘি পাড়স্থ সোনালি ব্যাংকের সামনের প্রধান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ আলী হোসেন (৫০), কামরুল হুদা সোহেল (৩৮)।
ডিএনসি উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক জীবন বড়ুয়া। আসামিদের নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।
Total Viewed and Shared : 15