30 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৫
Bnanews24.com
Home » কয়েক বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে আজ

কয়েক বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে আজ


বিএনএ ডেস্ক: ঢাকা,চট্টগ্রামসহ বেশ কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে কিছু এলাকায়  শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা  বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্য এলাকার আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে বলেন, ইতোমধ্যে অনেক অঞ্চলের তাপমাত্রা কমে এসেছে। বইছে শীতল বাতাস। আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেই  তাপমাত্রা কমে আসবে। তবে এটি সাময়িক। এরপর বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ