25 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মেহেরুননেসা (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাটের বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মেহেরুননেসা ওই এলাকার জানে আলমের মেয়ে।

চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন,স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ