27 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » বোয়ালখালীতে দিনদুপুরে গুলির শব্দে আতঙ্ক, খোসা উদ্ধার

বোয়ালখালীতে দিনদুপুরে গুলির শব্দে আতঙ্ক, খোসা উদ্ধার

বোয়ালখালীতে দিনদুপুরে গুলির শব্দে আতঙ্ক, খোসা উদ্ধার

বিএনএ,, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায় দিনদুপুরে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুই রাউণ্ড গুলির খোসা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পোপাদিয়া গ্রামের আবছার মাষ্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পেয়ার মোহাম্মদ জায়গা জমির বিরোধের জেরে দুই রাউণ্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেছেন। তবে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পেয়ার মোহাম্মদের প্রতিপক্ষ মো. একরাম হোসেন বলেন, তাদের জায়গায় জোরপূর্বক ঘেরাবেড়া দিচ্ছিলেন পেয়ার মোহাম্মদ। এতে বাধা দিলে পেয়ার মোহাম্মদ দেশীয় অস্ত্র বের গুলি ছুঁড়েন। লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান তিনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Total Viewed and Shared : 143 


শিরোনাম বিএনএ