40 C
আবহাওয়া
৬:০৮ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ফের ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উওর কোরিয়া

ফের ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উওর কোরিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : ফের উত্তর কোরিয়া শুক্রবার দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

আল-জাজিরা খবরে বলা হয়, তারা আজ উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) এক বিবৃতিতে বলা হয়, আমাদের সামরিক বাহিনী পর্যবেক্ষণ ও নজরদারি বাড়িয়েছে।

কাংওয়ান প্রদেশের টংচোন এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি জেসিএস-এর। এদিকে সবেমাত্র দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ১২ দিনের স্থল-নৌ যৌথ সামরিক মহড়া শেষ করেছে। এ ছাড়া দেশ দুইটি আগামী সোমবার থেকে বড় ধরনের সম্মিলিত বিমান মহড়া শুরু করবে।তাতে দুই দেশের ২০০টির বেশি যুদ্ধবিমান অংশ নেবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ