27 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বার কাউন্সিল

বিএনএ, ঢাকা : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সনদ প্রাপ্তির  লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের লিখিত পরীক্ষায় ২৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (২৮ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিখিত পরীক্ষার ফলাফল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় মোট ২৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। এখন তারা নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সে পরীক্ষায় উত্তীর্ণরা হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

তবে ৩৭৫ জনের ফলাফল থার্ড এক্সামিনারের জন পেন্ডিং রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ