28 C
আবহাওয়া
৯:৫৮ অপরাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় কাঠ বোঝাই ট্রাক জব্দ

উখিয়ায় কাঠ বোঝাই ট্রাক জব্দ


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় প্রতিনিয়ত পাচার হচ্ছে বনের কাঠ। দৌরাত্ম্য বেড়েছে কাঠ পাচারকারীদের। অবৈধভাবে কাঠ পাচারের খবরে গভীর রাতে মাঠে নামে প্রশাসন ও বনবিভাগ।
মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাতে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার সীমানাবর্তী পাতাবাড়ী এলাকায় টহল বৃদ্ধি করে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) ও উখিয়া রেঞ্জের বনবিভাগের কর্মকর্তারা।

গভীররাতে অবস্থানের পর রাত দুইটার দিকে আসে গোল কাঠবোঝাই একটি ডাম্পার। বনবিভাগ ও টহলরত বিজিবি সদস্যরা অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করলে এক পর্যায়ে উপস্থিতি টের পেয়ে ডাম্পার চালক পালিয়ে যায়। পরে জব্দ করা হয় ডাম্পারভর্তি গোলকাঠ।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, গভীররাতে পাতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গোলকাঠ ভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। কাঠসহ ডাম্পার রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বনবিভাগের নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে।

অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান,ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলমসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ