26 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পোটোরার নেতৃত্বে ইয়াকুব-শামীম

পোটোরার নেতৃত্বে ইয়াকুব-শামীম

পোটোরার নেতৃত্বে ইয়াকুব-শামীম

বিএনএ, চট্টগ্রাম: পদ্মা অয়েল কোম্পানী লি. এর জ্বালানি তেল পরিবহন মালিক প্রতিনিধিদের সংগঠন পদ্মা অয়েল ট্যাংকার ওনার্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (পোটোরা) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

পোটোরার নেতৃত্বে ইয়াকুব-শামীম

শনিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম আগ্রাবাদস্থ হোটেল সেন্টমার্টিনের কাকলী হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পোটোরার গতবারের সভাপতি মো. ইয়াকুব চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরউদ্দীন চৌধুরী শামীম পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পোটোরার সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে পোটোরার সদস্যবৃন্দ এবং মালিকপক্ষের স্বার্থ সংরক্ষণ করার দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন। পাশাপাশি পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তাবৃন্দের অভিনন্দন জানানোর জন্য শুভেচ্ছা জানান এবং আগামী দুই বছর পোটোরার সকল সদস্যবৃন্দকে সহযোগিতা করার জন্য পদ্মার সকল কর্মকর্তাবৃন্দের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ, ২০০৫ সালের ২১ অক্টোবর ২৬ জন সদস্য নিয়ে পোটোরার জন্ম হয়েছিল স্বল্প পরিসরে। পোটোরা সদস্য ও মালিকদের সাথে সমন্বয় সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে মালিক-শ্রমিক সু-বান্ধব সম্পর্ক তৈরির সেতুবন্ধনের মাধ্যমে মহিরূহতে পরিণত হয়েছে পোটোরা। বর্তমানে শ্রমবান্ধব সরকারের কারণে ৬১টি অনুমোদনপ্রাপ্ত জ্বালানি তেল পরিবহনের জাহাজের ৬১ জন সদস্যের সংগঠিত সংগঠনের নাম “পোটোরা”।

বিএনএনিউজ/মনির

 

Loading


শিরোনাম বিএনএ