25 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

বিএনএ, ক্রীড়া ডেস্ক: একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

স্থানীয় সময় রোববার (২৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্তুগীজ তারকার হাতে একবিংশ শতাব্দীর তথা ২০০১ থেকে ২০২০ সালের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারটি জেতার লড়াইয়ে ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো ও লিভারপুলের মোহামেদ সালাহ।

অবশ্য চলতি বছর রোনালদোরও পেশাদার ফুটবল ক্যারিয়ারের ২০ বছর পূর্তি হতে যাচ্ছে।আর এমন বছরে এসে এতোবড় মর্যাদাকর একটি স্বীকৃতি পেলেন তিনি।

৩৫ বছর বয়সী রোনালদো সাফল্যে মোড়ানো ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন।পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো ও উয়েফা ন্যাশন্স লিগ।ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ।রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন দুটি লা লিগার শিরোপা।আর জুভেন্টাসের হয়ে দুটি ইতালিয়ান সিরি’আ লিগের শিরোপা জিতেছেন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৩৪ গোল করেছেন তিনি।পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। এসব কিছু মিলিয়েই একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো।

গ্লোব সকারের শতাব্দী সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর রোনালদো বলেন, যারা তার জন্য ভোট দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তার জন্য এটি খুবই বড় একটি সম্মাননা। এই পুরস্কার থেকে প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পর্তুগিজ সুপারস্টার।

গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০১১ সাল থেকে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হচ্ছে।গতবার টানা চতুর্থ ও মোট ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতেছিলেন রোনালদো।এবার একই মঞ্চে পেলেন আরও বড় স্বীকৃতি।

এদিকে, শতাব্দী সেরা কোচের খেতাব জিতেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ম্যানেজার পেপ গার্দিওলা।এছাড়াও দুবাই গ্লোব সকার শতাব্দীর সেরা ক্লাবের নামও ঘোষণা করেছে।এই শতাব্দীর সেরা ক্লাবের পুরস্কার জিতেছে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এবং রেকর্ড ৩৪ বারের স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আর চলতি বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রবার্ট লেভান্ডোফস্কি। চলতি বছরের সেরা কোচের পুরস্কার পেয়েছেন হান্সি ফ্লিক।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ