17 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ফিরেছে বাংলাদেশ দল, গন্তব্য এবার নিউজিল্যান্ড

দেশে ফিরেছে বাংলাদেশ দল, গন্তব্য এবার নিউজিল্যান্ড

বাংলাদেশ দল

বিএনএ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৮ সেপ্টেম্বের) সকাল ৮টার দিকে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছেন টাইগাররা।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকলেও আরব আমিরাতের বিপক্ষে ভাল করেছে বাংলাদেশ। সোহানের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতে ৭ ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩২ রানের জয় পায় টাইগাররা।

এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশের পাশাপাশি এই সিরিজে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা। এর পর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশ-পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড-পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)

নিউজিল্যান্ড-পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)

নিউজিল্যান্ড-বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)

বাংলাদেশ-পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)

ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)

* বাংলাদেশ সময় অনুযায়ী

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ