বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা বাংলাবাজার এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে মালিকবিহীন ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজার ৩৪ বিজিবির একটি অভিযানকারী দল এসব হেরোইন জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন: মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন
তিনি জানান, বাস থেকে হেরোইন ভর্তি ব্যাগ উদ্ধার করা হলেও এর মালিককে শনাক্ত করা যায়নি। কৌশলে পালিয়ে গেছে এসব হেরোইনের মালিক। বিজিবি’র পক্ষ থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এর কয়েকদিন আগেও একই কায়দায় কক্সবাজারে হেরোইন পাচারের সময় বাস তল্লাশী চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি
বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম/ হাসনাহেনা