24 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নয়া মিশনে মিথিলা

নয়া মিশনে মিথিলা

মিথিলা

বিনোদন ডেস্ক: এরইমধ্যে টলিউডে পা রেখেছেন রাফিয়াথ রশীদ মিথিলা। চলতি মাসে ‘মায়া’ নামের সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এরইমধ‌্যে নতুন খবর দিলেন এ অভিনেত্রী। কলকাতার আরো একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা।

পরিচালক রিঙ্গো ব‌্যানার্জির ‘অ‌্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে। কলকাতার এই নতুন মিশনের কথা এক টুইটে নিশ্চিত করেছেন মিথিলা।

মিথিলা বর্তমানে স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন। সেখান থেকে ভারতীয় সংবাদমাধ‌্যম টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন।

চলচ্চিত্রটিতে কাজ করার কারণ ব‌্যাখ‌্যা করে তিনি বলেন, দুর্দান্ত গল্প ও চরিত্রের জন‌্য কাজটি করতে সম্মতি দিয়েছি। এই দুটি বিষয় আমার কাছে খুবই গুরত্বপূর্ণ। চরিত্রের মধ‌্যে বিভিন্ন শেড আছে। একজন সাধারণ নারী পুরুষতান্ত্রিক সমাজ ব‌্যবস্থা থেকে বের হয়ে একটি নদীর স্রোতের মতো জীবন যাপন করতে শেখে।

এ সিনেমার গল্প প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গঙ্গা নদীর পবিত্রতা নিয়ে মানুষের মনে নানা ধারণা রয়েছে। গঙ্গা যেমন মানুষের ইচ্ছা পূরণ করতে পারে, তেমনই নিমেষে গ্রাস করে নিতে পারে মানুষের জীবন, আনতে পারে বিপর্যয়। আর তা মাথায় রেখেই এ সিনেমার গল্প। তাছাড়া সম্পর্কের টানাপড়েনের গল্পও বলবে এই সিনেমা। ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস, ধোঁকা এবং সর্বশেষ পুনর্মিলন দেখাবেন পরিচালক।

মিথিলা ছাড়াও এতে অভিনয় করবেন- অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতার মেয়ে শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে সিনেমাটির দৃশ‌্যধারণের কাজ।

উল্লেখ্য, মিথিলা বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। মিথিলা তার কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসেবে। শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসেবে যোগদান করেন এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টে কাজ করেন। একবছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন