21 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এগিয়ে মেয়েরা


বিএনএ, ময়মনসিংহ: এবছর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। এর মাঝে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন শিক্ষার্থী। এবছর পাসের হার ৮৫.৪৯ শতাংশ।

শুক্রবার (২৮ জুলাই) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ লাখ ৫ হাজার ৪৭ জন শিক্ষার্থীর মাঝে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন শিক্ষার্থী। এই বছর জিপিএ-৫ এগিয়ে মেয়েরা, পিছিয়ে ছেলেরা। মেয়েদের মাঝে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৫৩ জন ও ছেলেদের মাঝে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৪ জন।

এই বোর্ডে ১৪৯ টি কেন্দ্রে মোট ১ হাজার ৩০৬ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এর মাঝে শতভাগ পাস করেছে ৫৫ শিক্ষা প্রতিষ্ঠান। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শুণ্য।

এই বোর্ডে বিজ্ঞানে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিকে পাসের হার ৮৩ দশমিক ৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৮৮ দশমিক ৮৮ শতাংশ।

জেলা ভিত্তিক পাসের হার ময়মনসিংহে ৮৫ দশমিক ৬০ শতাংশ, নেত্রকোনায় ৮৩ দশমিক ০৮ শতাংশ, জামালপুরে ৮৬ দশমিক ৯৮ শতাংশ ও শেরপুরে ৮৬ দশমিক ০০ শতাংশ।

বিএনএ/হামিমুর, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ