বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে এ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে বুধবার(২৮ জুলাই) আরও ২০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মন্ত্রাণালয় সূত্র জানায়, প্রতিমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে সরবরাহের জন্য আগামীকাল বৃহস্পতিবার(২৯জুলাই) আরও ২৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হবে।
উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ যাবত তিনি এক হাজার ৯২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
বিএনএ বাংলানিউজ, হামিমুর রহমান, এসজিএন
Total Viewed and Shared : 129