40 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রেসক্রিপশনের ওপর অন্য ওষুধ লিখে বিক্রি, ফার্মেসী মালিককে জরিমনা

প্রেসক্রিপশনের ওপর অন্য ওষুধ লিখে বিক্রি, ফার্মেসী মালিককে জরিমনা


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে প্রেসক্রিপশনের ওপর ফার্মেসী মালিক অন্য ওষুধ লিখে বিক্রির ঘটনায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত রবিবার (২৬ জুন) নগরীর চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের বিপরিতে সাবা মেডিকেল ফার্মেসী মালিককে এই জরিমানা করা হয়।

পরে মঙ্গলবার (২৮ জুন) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগকারী মালেক মিয়াকে প্রণোধনার ৮ হাজার ৭৫০ টাকা বুঝিয়ে দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ জুন আবদুল মালেক নামের এক বৃদ্ধ কানের সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসক ওই বৃদ্ধকে ৬০ দামের একটি কানের ড্রপ লিখে দেন।

ওই বৃদ্ধ মেডিকেল কলেজ গেটের বিপরীতে সাবা মেডিকেল নামে ওই ফার্মেসিতে ওষুধটি কিনতে গেলে মালিক প্রেসক্রিপশনের ওপর অন্য একটি ইউনানি ওষুধ লিখে তা ৬০০ টাকা বিক্রি করে। পরে ওই ওষুধ সেবনের পর রোগীর উচ্চ রক্তচাপসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

এমতাবস্থায় বৃদ্ধ আবারও চিকিৎসকের কাছে যান। পরে চিকিৎসকের পরামর্শে ওই বৃদ্ধ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গত ২৬ জুন অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ওই দিন অভিযান চালিয়ে সাবা মেডিকেল ফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

পরে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৮ হাজার ৭৫০ টাকা অভিযোগকারী মালেক মিয়াকে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ