29 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার

টেক্সাস

বিএনএএ বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংকটাপন্ন আরও ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে

মঙ্গলবার (২৮ জুন) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লরি থেকে উদ্ধার করা আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। লরির চালক পলাতক রয়েছেন। পুলিশ কর্মকর্তারা গাড়িচালককে খুঁজছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই লরির ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহু সংখ্যক কর্মী রয়েছেন।

কেএসএটি নামক স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, সান আন্তোনিও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে রেলের পাশ থেকে ওই লরিটি পাওয়া যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ