34 C
আবহাওয়া
২:১৪ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো ১৫ জুন পর্যন্ত

পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো ১৫ জুন পর্যন্ত

মমতা

বিএনএ, বিশ্বডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হল। ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ জারি থাকার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২৭ মে) এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেউ লকডাউন বলবেন না, এটা বিধিনিষেধ। এ সময়ে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর খোলা থাকবে। সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় কার্যত লকডাউন পরিস্থিতি জারি করা হয়েছিল। সেই মেয়াদ বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত। বর্তমান নিয়মই জারি থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াস বা যশ-এর ধ্বংলীলা সরেজমিনে খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করার কথা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ