37 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন না বিলওয়াল

মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন না বিলওয়াল

মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন না বিলওয়াল

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৪ ও ৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো।

পাকিস্তানের জনপ্রিয় মিডিয়া জিও নিউজকে বিলওয়াল ভুট্টো বলেন, ভারতে গেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা তার সরকারের নেই।

পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা বন্ধ রয়েছে ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পর থেকেই। সেই বছর মোদির আমন্ত্রণ রক্ষা করে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই হবে প্রথম ভারত সফর।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো বলেন, এসসিও সনদের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ, এ বৈঠকে আমাদের অংশগ্রহণ প্রমাণ করে যে, আমরা এসসিও সনদে উল্লিখিত প্রতিশ্রুতি পালন করছি। বিশ্ব থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে রাখার ভারতের চেষ্ঠা সফল হবে না।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ