16 C
আবহাওয়া
১১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » দীনের পথে নায়িকা ময়ুরী

দীনের পথে নায়িকা ময়ুরী

ময়ুরী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে নব্বই দশকের শেষের দিকে কাটপিস সিনেমার আগ্রাসন শুরু হয়। তখন অশ্লীলতার যাতাকলে চলচ্চিত্রপ্রেমীরা হলবিমুখ হতে শুরু করেন। ঠিক ওই সময়ে ঢালিউডে ঝড় তুলে আগমন ঘটে চিত্রনায়িকা ময়ূরীর।
কাটপিস সিনেমার সবচেয়ে চাহিদাসম্পন্ন চিত্রনায়িকা ময়ূরী। স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় দেখা গেছে তাকে। পরে দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অন্তরালে চলে যান এই নায়িকা। এখন ধর্ম-কর্মে বেশ মনোযোগী। নামাজ-রোজা আর ইবাদত-বন্দেগি করে সময় পার করছেন তিনি।

ময়ূরী বলেন, সংসার আর ধর্ম-কর্ম নিয়ে আছি। নামাজ-রোজা রাখছি। ২০০৮ সালে চলচ্চিত্র ছেড়েছি। এরপর একটি চলচ্চিত্রে কাজ করেছিলাম, এখন চলচ্চিত্রে নেই। পরিবার সংসার নিয়েই আছি। আমার দুই সন্তান নিয়েই এখন সব ভাবনা।

নব্বই দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন।

নার্গিস আক্তার পরিচালিত ‘চার সতীনের ঘর’ শিরোনামের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান ময়ূরী। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলা ভাই’।

ব্রেকিংনিউজ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ