36 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » গারো বইমেলার পর্দা নামছে রোববার

গারো বইমেলার পর্দা নামছে রোববার


বিএনএ ডেস্ক :গারো লেখকদের বই নিয়ে রাজধানীর গুলশানের কালাচাঁদপুর শিশু মালঞ্চ স্কুল প্রাঙ্গণে বইমেলার আয়োজন করে গারো সাহিত্য পত্রিকা ও প্রকাশনা সংস্থা ‘থকবিরিম’। পহেলা ফেব্রুয়ারি শুরু হওয়ার এ মেলা শেষ হচ্ছে রোববার (২৮ ফেব্রুয়ারি) ।

ভাষার মাসের প্রথম দিন গারো বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলাতে ৩৫ জন মান্দি লেখকের বই প্রদর্শন ও বিক্রি হচ্ছে, সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পর্ব।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় মান্দি লেখকদের পাশাপাশি বক্তব্য রাখবেন অতিথি লেখকেরা। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আচিক ভাষার গান ও কবিতা আবৃত্তি ছাড়াও থাকবে একক ও সমবেত নৃত্য।

মেলার আয়োজক ও থকবিরিম সম্পাদক মিথুন রাকসাম বলেন, এ বইমেলা আয়োজনের মধ্য দিয়ে আচিক ভাষাকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

Loading


শিরোনাম বিএনএ