26 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » রেকর্ড সৃষ্টির পর কমেই চলেছে স্বর্ণের দাম

রেকর্ড সৃষ্টির পর কমেই চলেছে স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম

বিএনএ ডেস্ক: গত ডিসেম্বরে রেকর্ড সৃষ্টির পর বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। গত সপ্তাহেও পতনের মধ্যে ছিল মূল্যবান এই ধাতুর দাম। এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় তিন শতাংশ কমেছে।

তথ্যমতে, গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১০ দশমিক ৭৫ ডলার বা দশমিক ৫৩ শতাংশ। এর মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে হয়েছে ২ হাজার ১৮ দশমিক ৩৮ ডলার। এর ফলে মাসের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৫৮ দশমিক ৭৮ ডলার বা ২ দশমিক ৮৩ ডলার।

এর আগে, গত বছরের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়তে দেখা যায়। ৪ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ১২৪ দশমিক ৭৩ ডলারে উঠে যায়। মূল্যবান এই ধাতুটির এত দাম আগে কখনও বিশ্ববাসী দেখেনি।

অবশ্য রেকর্ড সৃষ্টির পরপরই পতনের মধ্যে পড়ে স্বর্ণ। ওই দিনই প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ২ হাজার ২১ ডলারে নেমে আসে। একইদিনে ১০০ ডলার দাম কমে যাওয়ার ঘটনাও বিরল। এরপর কয়েক দফা স্বর্ণের দাম ওঠা-নামা করলেও গত এক মাস ধরে পতনের মধ্যেই রয়েছে।

এদিকে বাংলাদেশ সবশেষ গত ১৯ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়।

ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৯০ হাজার ৫৭১ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৪৬৬ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ