বিএনএ ডেস্ক: মানবপাচারের অভিযোগে লক্ষীপুর-২ আসনের সাংসদ শহীদুল ইসলাম পাপুলকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের একটি আদালত।সেইসঙ্গে তাকে ১০ লাখ ৯শ’ দিনার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ জানুয়ারি)এ রায় ঘোষণা করেন কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান। রায়ে তার সহযোগী, মধ্যস্ততাকারীদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আলোচিত এ মামলায় কুয়েতের জৈষ্ঠ সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মাজন আল জারাহসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।এর আগে দেশটির এমপি সাদৌন হামাদ এবং সাবেক এমপি খোরশিদ খালাস পেয়েছিলেন।
২০২০ সালের ৬ জুন কুয়েতে গ্রেফতার হন সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল।একই সময়ে পাপুল ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনেদেনের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
গেল ১১ নভেম্বর অর্থপাচারও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ও শ্যালিকাকে আসামি করে মামলা করে দুদক। আর ২৭ ডিসেম্বর পাপুলের পরিবারের ৮টি ব্যাংকের ৬১৭ টি ব্যাংক হিসাব, ৩০ একরের বেশি জমি, গুলশানের ফ্ল্যাটসহ দেশে থাকা সম্পদ জব্দ করে দুর্নীতি বিরোধী সরকারী সংস্থাটি।
ইতোমধ্যে পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ চিঠি পাঠানো হয়।এতে দেশে পাপুলের বিরুদ্ধে মামলা ও তদন্তের বিষয়ে উল্লেখ করে কুয়েতে থাকা পাপুলের কোম্পানি, স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাবের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।
বিএনএনিউজ/আরকেসি
Total Viewed and Shared : 130