36 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটি পৌর নির্বাচনে সেনাবাহিনী চায় বিএনপি

রাঙ্গামাটি পৌর নির্বাচনে সেনাবাহিনী চায় বিএনপি

রাঙ্গামাটি পৌর নির্বাচনে সেনাবাহিনী চায় বিএনপি

বিএনএ, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে  প্রত্যেক ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করতে  নির্বাচন কমিশনের প্রতি দাবী জানিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এ্যাড মামুনুর রশীদ মামুন।

বৃহস্পতিবার(২৮ জানুয়ারী) সকালে রাঙ্গামাটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ দাবী জানান।
পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের বসবাসের কারণে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং পার্বত্য পরিস্থিতির প্রক্ষাপটে প্রত্যেক ভোট কেন্দ্রে অতীতের সব নির্বাচনের মতো এবারেরর পৌর নির্বাচনে সেনা বাহিনীর সরব উপস্থিতি প্রয়োজন বলে মনে করেন বিএনপি। ইভিএমে স্বচ্ছ ভোট হলে এবং ক্ষমতাসীন দল ভোট কেন্দ্র দখল করতে না পারলেও রাঙ্গামাটির মেয়র পদে বিএনপি প্রার্থী জয়ী হবেন বলে আশা করছেন তিনি। ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা গেলে ভোটারের  স্বত:স্ফুর্ত উপস্থিতি ঘটবে বলেও তিনি আশা করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম,সম্পাদক দীপন দেওয়ান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটির পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, বিপ্লবী ওয়ার্কার্সপার্টিসহ একস্বতন্ত্র প্রার্থী এবং কাউন্সিলার পদে ৪১ জন পুরুষ ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

বিএনএ/ শামসুল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ