18 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » প্রথমার্ধেই ভুটানের জালে পাঁচ গোল বাংলাদেশের

প্রথমার্ধেই ভুটানের জালে পাঁচ গোল বাংলাদেশের

প্রথমার্ধেই ভুটানের জালে পাঁচ গোল বাংলাদেশের

বিএনএ, স্পোর্টস ডেস্ক: কাঠামণ্ডুর দশরথ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই লাগাম চলে আসে বাংলাদেশের পায়ে। সপ্তম মিনিটেই ঋতুপর্ণা চাকমার চোখ জুড়ানো গোলে এগিয়ে যাওয়ার পর তহুরা খাতুন ও সাবিনা খাতুনের জোড়া লক্ষ্যভেদে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ।

একটি পরিবর্তন এনে ভুটান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়রের জায়গা খেলান সাগরিকাকে; জাতীয় দলের হয়ে অভিষেকে ভুটানের বিপক্ষেই হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন এই ফরোয়ার্ড। জ্বরের কবলে পড়ে আগের দিনের অনুশীলনে না থাকলেও সাবিনা খেলেন শুরু থেকে।

সপ্তম মিনিটেই গোছালো আক্রমণে গোলের শুরু বাংলাদেশের। তহুরার পাস ধরে বক্সের ঠিক উপর থেকে বাম পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ঋতুপর্ণা। ‘গোল কপালে নেই’ বলে দুদিন আগে আক্ষেপ করা এই ফরোয়ার্ড করলেন আসরের প্রথম গোল।

১৫ মিনিটে ব্যবধান বাড়ান তহুরা। শিউলি আজিমের পাস দ্বিতীয় প্রচেষ্টায় নিয়ন্ত্রণ নিয়ে শরীর ঘুরিয়ে বাঁ পায়ের নিখুত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। আসরে তহুরার গোল হলো ৩টি।

২৩ মিনিটে ডেমা নামগাইয়েলের শট ফিস্ট করে ফিরিয়ে বাংলাদেশকে বিপদে পড়তে দেননি গোলরক্ষক রূপনা চাকমা। একটু পর ব্যবধান আরও বাড়তে পারত বাংলাদেশের, কিন্তু ডিফেন্ডারদের কাটিয়ে সাবিনার শট দূরের পোস্টে লেগে ফিরে আসে।

সাবিনা অবশেষে আসরের প্রথম গোল পান ২৬ মিনিটে। মনিকার আড়াআড়ি ক্রস গোলমুখ থেকে নিখুঁত টোকায় বল জালে জড়ান সাবিনা। আক্রমণের ধার অব্যাহত রেখে ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ব্যবধান আরো বাড়ান তহুরা। দুই মিনিট পর সাবিনা পেয়ে যান আরেকটি গোল।

বিরতিতে যাওয়ার আগে অবশ্য একটি গোল পায় ভুটান। বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে পাঠান ডেকি লাহাজোন। আসরের সর্বোচ্চ আটটি গোল হল ভুটানের এই ফরোয়ার্ডের। দ্বিতীয়ার্ধে আরো গোলের জন্যই নামবেন বাংলাদেশের মেয়েরা।

বিএনএনিউজ/ বিএম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ