বিএনএ, ঢাকা: রাজধানীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপি ৫ম আন্তর্জাতিক মেরিনটেক এক্সপো এন্ড ডায়ালগ-২০২৩। বৃহস্পতিবার(২৭জুলাই২০২৩) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ( আইসিসিবি-৩) এ এক্সপোর উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল গোলাম সাদেক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং ড্রাইডক এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ শিপিং করপোরেশনের(বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. জিয়াউল হক, বাংলাদেশ ফ্রেইট ফরোয়াডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি কবির আহমেদ ও সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।
এক্সপোনেট এক্সিবিশন ও নৌ পরিবহণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীতে( এক্সপো) পোর্টল্যান্ড গ্রুপ(শেল মেরিণ লুব্রিকেন্টস), চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষ,সাইফ পাওয়ার টেক, বার্জার পেইন্টস, বাফাসহ ৬টি দেশের প্রায় ৭৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানান, এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মহসিন সৈকত।
প্রদর্শনীটি আগামী ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত সকলের উন্মুক্ত থাকবে।
বিএনএনিউজ২৪,জিএন