29 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৩
Bnanews24.com
Home » মাঝ আকাশেই বিমানসেবিকার সঙ্গে পাইলটের ‘অন্তরঙ্গতা’!

মাঝ আকাশেই বিমানসেবিকার সঙ্গে পাইলটের ‘অন্তরঙ্গতা’!


বিএনএ, বিশ্বডেস্ক : মাঝ আকাশে ককপিটে শিক্ষানবিশ এক বিমানসেবিকার সঙ্গে যৌনতায় মাতলেন পাইলট। সেই সেক্সটেপ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য রাশিয়ার সাসোভ ফ্লাইট স্কুল অফ সিভিল অ্য়াভিয়েশনে।

শিক্ষক ওই পাইলট এবং শিক্ষানবিশ বিমানসেবিকার সেক্স টেপ প্রকাশ্য়ে আসতেই কঠোর পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। ওই শিক্ষক এবং শিক্ষানবিশ বিমান সেবিকাকে বরখাস্ত করা হল।

জানা গেছে, মাঝ আকাশে বিমান চালানোর প্রশিক্ষণ চলছিল। শিক্ষক পাইলটের সঙ্গে ককপিটে ছিলেন ওই বিমান সেবিকা। বিমান অটো মোড করে দিয়ে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন তাঁরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ