33 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » করোনায় আরও ১৩৯ মৃত্যু, আক্রান্ত ৪৩ হাজার ছাড়াল

করোনায় আরও ১৩৯ মৃত্যু, আক্রান্ত ৪৩ হাজার ছাড়াল


বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে আরও ১৩৯ জন মারা গেছে। এর মধ্যে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ২৬ হাজার ৯১৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ১৫১ জনে।

সোমবার (২৭ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চারজন এবং মারা গেছেন ২৯ জন।
লাতিন আমেরিকার দেশ চিলিতে একদিনে শনাক্ত দুই হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ১৫ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় শনাক্ত ৯ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন তিনজন। জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ২২ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন এক হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬১ লাখ দুই হাজার ২৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৩ হাজার ৭৩০ জন।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ