31 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » যুব ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ সুপার ৮ এ উন্নীত

যুব ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ সুপার ৮ এ উন্নীত

আরিফুল  নয়টি বাউন্ডারি হাঁকিয়ে ১০৩ রান নেন।

স্পোর্টস ডেস্ক:  আইসিসি অনুর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে( ICC U19 Men’s Cricket World Cup 2024) বাংলাদেশ সুপার ৮ এ উন্নীত হয়েছে।

শুক্রবার(২৬জানুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকায় চলমান এই ইভেন্টে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১২১রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। গ্রুপ পর্যায়ে তিন খেলার মধ্যে দুই খেলায় জয় পেয়ে বাংলাদেশ সুপার ৮ এ উন্নীত হয়। প্রথম খেলায় ভারতের বিরুদ্ধে হেরে যায় বাংলাদেশ দল।

যুক্তরাষ্ট্র দল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিকে ওপেনার আদিল বিন সিদ্দিককে হারিয়েছিল কিন্তু প্রতিপক্ষের বোলারদের কখনোই স্থির হতে দেয়নি। আরিফুল  ১০৩ বলে নয়টি বাউন্ডারি হাঁকিয়ে ১০৩ রান নেন।  অন্য কোনো ব্যাটারই বড় স্কোর করতে পারেনি। তা সত্ত্বেও, তারা সকলেই বাংলাদেশের ইনিংস চলাকালীন দরকারী পার্টনারশিপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, চতুর্থ উইকেটে আরিফুল এবং আহরার আমিনের মধ্যে ১২২ রানের জুটি ছিল সবচেয়ে ফলপ্রসূ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯১ (আরিফুল ইসলাম ১০৩, আহরার আমিন ৪৪)।

মার্কিন যুক্তরাষ্ট্র ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭০রান তুলতে সক্ষম হয়। ফলে বাংলাদেশ ১২১ রানে জয় পায়। সূত্র ক্রিকেটবাজ।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ