21 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সচিবালয়ে আগুন, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সচিবালয়ে আগুন, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আগামী ২ বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে:আসিফ মাহমুদ

বিএনএ, ঢাকা : সচিবালয়ে আগুন লাগার ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

উপদেষ্টা পোস্টে লিখেছেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।’

আসিফ হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা নিজের অবস্থান উল্লেখ করে লিখেছেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তাদের ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ